ইসলামী ঐক্যজোট থেকে পদত্যাগ করলেন মাওঃ লিয়াকত আলী

স্টাফ রিপোর্টার
May 30, 2024 - 21:13
 0  135
ইসলামী ঐক্যজোট থেকে পদত্যাগ করলেন মাওঃ লিয়াকত আলী

কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অনিয়মের অভিযোগ এনে ইসলামী ঐক্যজোট থেকে পদত্যাগ করেছেন দলটির ফরিদপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ লিয়াকত আলী। একই সাথে কেন্দ্রীয় কমিটির সদস্য মাওঃ নুরুল আমিন ও পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ মে) বিকালে ফরিদপুরের নগরকান্দার শাকপালদিয়া মাদ্রাসায় উপস্থিত গণমাধ্যমকে পদত্যাগের বিষয় নিশ্চিত করেন ইসলামী ঐক্য জোটের ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওঃ লিয়াকত আলী।

এ সময় তিনি বলেন, আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও দলীয় নেতৃবৃন্দদের অনুরোধ ও দলটির প্রতিষ্ঠাতা মুফতি আমিনী (রঃ) এর ভালো কাজের সহযোগী হয়ে ২০১৩ সাল থেকে দলটির সাথে যুক্ত আছি। তবে বর্তমানে আমার শারীরিক অক্ষমতা ও দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের স্বেচ্ছাচারিতা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ নানা কারণে আমি দল থেকে পদত্যাগ করেছি। এই সংক্রান্ত একটি পদত্যাগ পত্র ডাকযোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরাবর পাঠানো হয়েছে। আমার এই সিদ্ধান্তে অনেকেই আমার সাথে একাত্মতা ঘোষণা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow