ঈদ সামনে রেখে ফরিদপুরে পুলিশের মহড়া, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Mar 20, 2025 - 15:39
 0  3
ঈদ সামনে রেখে ফরিদপুরে পুলিশের মহড়া, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুর শহরে মহড়া চালিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের একটি মহড়া বের করা হয়।

পুলিশের এই মহড়াটি কোতোয়ালি থানা থেকে শুরু হয়ে টেপাখোলা এলাকা প্রদক্ষিণ করে এবং পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।

এ বিষয়ে ওসি মো. আসাদুজ্জামান বলেন, "শহরে বসবাসকারী ও বাইরে থেকে আসা ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে এই মহড়া পরিচালনা করা হয়েছে, যাতে সবাই নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন। একই সঙ্গে, অপরাধীরা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য পুলিশ তৎপর রয়েছে।"

তিনি আরও জানান, ঈদ পর্যন্ত পুলিশের এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow