ঈদের আগেই জমজমাট ঢাকার পাইকারি কাপড়ের বাজার
ঈদের আগেই জমজমাট হয়ে উঠছে দেশের বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার ভূলতা গাউছিয়া। এই বাজারে শার্ট,প্যান্ট,থ্রিপিস, শাড়ি, লুঙ্গী, থানকাপড় সহ সকল ধরনের জামাকাপড় পাইকারি পাওয়া যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ক্রেতারা চলে আসছে। মুসলমানদের বৃহৎ উৎসব ঈদুল ফিতরকে সামনে রেখে জমজমাট হয়ে উঠছে কাপড়ের পাইকারি বাজার। সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল থেকেই বাজারে কেনাবেচার ধুম পরে। ব্যাবসায়ীরা জানান-সামনে পবিত্র ঈদুল ফিতর হওয়ার কারণে আগের চেয়ে বিক্রি বেড়েছে। ঈদ পর্যন্ত বিক্রি ভালো হবে এমনটাই আশা প্রকাশ করছে এখানকার বিক্রেতারা।
ক্রেতারা বলেন- পাইকারি জামা- কাপড় এবং থান কাপড় কেনার জন্য ভূলতা, গাউছিয়া বাজার অনেক ভালো এখানে কমদামে জামা কাপড় পাওয়া যায়।
What's Your Reaction?