উন্নত বিশ্বের মত ফরিদপুরে চালু হলো হলিডে মার্কেট 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Jan 10, 2025 - 22:06
 0  5
উন্নত বিশ্বের মত ফরিদপুরে চালু হলো হলিডে মার্কেট 

উন্নত বিশ্বের মত ফরিদপুরে ও  চালু হলো হলিডে মার্কেট। শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ফরিদপুর শহরের ব্রাহ্ম সমাজ সড়কে মেলা অনুষ্ঠিত হচ্ছে। 

এছাড়া প্রতি শুক্রবারে ও নিয়মিতভাবে এই মেলা অনুষ্ঠিত হবে জানা যায়।
জানা গেছে এ মেলায় অংশগ্রহণ করছে ২৩ টি স্টল। 
এ সমস্ত স্টল মালিকেরা অনলাইনের মাধ্যমে তাদের তৈরি  পণ্য সামগ্রী গুলি ক্রেতাদের মধ্যে বিক্রি করে থাকেন।
এর মধ্যে রয়েছে ফুলের সামগ্রী,বিভিন্ন ধরনের শো পিস কাপড়ের সামগ্রী, আচার, কসমেটিক্স পিঠা জুয়েলারি সামগ্রী ইত্যাদি। এছাড়া রয়েছে হোমিওপ্যাথি মেডিকেল ক্যাম্প।
চারটি অনলাইন প্রতিষ্ঠান এই মেলার 
দায়িত্ব রয়েছেন প্রতিষ্ঠানগুলো হল নিজের বলার মত গল্প ফাউন্ডেশন, ওয়ারকাহালিক ফরিদপুর, ফরিদপুর উদ্যোক্তা মেলা ও ফুড লাভার। স টিম। ফরিদপুর পৌরসভার সহযোগিতায় উক্ত স্থানে প্রতি শুক্রবার এই মেলায় অনুষ্ঠিত হবে।
 এ ব্যাপারে কর্মকর্তারা জানান প্রতি শুক্রবার ফরিদপুরের বিভিন্ন মার্কেট বন্ধ থাকার কারণে যাতে ক্রেতা সাধারণ এখান থেকেই তাদের পণ্যটি সংগ্রহ করতে পারেন এজন্যই এই মেলার আয়োজন।
 এই মেলায় অনেক উদ্যোক্তা আগামী দিনে আরো ভালো করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
একই সাথে নতুন নতুন পণ্যের অর্ডার পাবেন এবং সে গুলি বিক্রি করে স্বাবলম্বী হতে পারবেন বলেও প্রত্যাশা করেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow