উৎসব মুখর পরিবেশে পালিত হলো  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৪ তম দিবস 

মো: শামীম আহম্মেদ, আশুলিয়া(ঢাকা) প্রতিনিধি
Jan 12, 2025 - 22:58
 0  1
উৎসব মুখর পরিবেশে পালিত হলো  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৪ তম দিবস 

প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের মিলন মেলা আর অতীত স্মৃতিচারণের সাক্ষী হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। উৎসব মুখর পরিবেশে পালিত হয় জাবির ৫৪তম দিবস। প্রতিষ্ঠার ৫৪ বছরে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব কষলেও, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা চান প্রিয় ক্যাম্পাসকে অনন্যা উচ্চতায় দেখতে।

সকালে পাতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনটির আনুষ্ঠানিকতা। পরে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বর থেকে বের করে একটি শোভাযাত্রা। যেখানে অংশ গ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ কর্ম চারীরাও। 

এছাড়াও ছিল বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও নিহতের জন্য দোয়া মাহফিল।

দীর্ঘপথ পরিক্রমায় বিশ্ববিদ্যালয়টি পেয়েছে অসংখ্য সাফল্য, অনেক ঘটনাই ম্লান করেছে প্রতিষ্ঠানটিকে। তবু ভাল কিছুর প্রত্যাশা সাবেক বর্তমানদের। 

এবার ২৪ এর চেতনাকে ধারণ করে এ বছর বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হচ্ছে বলে জানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি। 

নয়নাবিরাম ক্যাম্পাস হিসেবে বেশ পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ৬টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগে অধ্যায়ন করছেন ১৪ হাজারেরও অধিক শিক্ষার্থী। বিকেলে সাংস্কৃতিক সৌন্দর মধ্য দিয়ে শেষ হয় বরং আনুষ্ঠানিকতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow