এইচএসসি পরীক্ষার্থীদের আমরণ অনশন পুলিশের বাঁধায় পন্ড

জোবায়ের সাকিব, জেলা প্রতিনিধি, ঢাকা
Jun 5, 2024 - 23:31
Jun 6, 2024 - 00:25
 0  19
এইচএসসি পরীক্ষার্থীদের আমরণ অনশন পুলিশের বাঁধায় পন্ড

বুধবার সকাল ১০ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এইচ এস সি পরীক্ষা পিছানোর দাবিতে আমরণ অনশন শুরু করে এইচ এস সি ২০২৪ ব্যাচ এর শিক্ষার্থীরা। তারা ২০২৪ সনের পরীক্ষা দুই মাস পিছানোর দাবি করেছেন। বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত হতে এইচএসসি পরীক্ষার্থীরা এসে প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে অনশণ শুরু করে। উপস্থিত শিক্ষার্থীরা বলেন- আমারা ২০২৪ সনের এইচএসসি পরীক্ষার্থীরা সময় কম পেয়েছি, আমরা কমপক্ষে দুই মাস সময় বাড়ানোর দাবি জানাচ্ছি। 

আইডিয়াল কলেজের শিক্ষার্থী মায়েশা বলেন- এইচএসসি ২০২৩ সনের ব্যাচ ১৫ মাস সময় পেয়েছেন, আর আমরা ২০২৪ সনের ব্যাচ মাত্র ১২ মাস সময় পেয়েছি। এ জন্য আরও ২ মাস সময় বৃদ্ধির আবেদন জানাচ্ছি। পরে বিকাল ৬ দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন পুলিশের কর্মকর্তা বুলবুল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- আমরা অনুরোধ করছি আপনারা মা বাবা'র কাছে ফিরে যান, দরকার হয় পড়াশুনা দুই ঘন্টা বাড়িয়ে দেন। পরে পুলিশের বাঁধার কারনে আন্দোলনকারীদের আমরণ অনশন পন্ড হয়ে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow