এটিএম আজাহারুল ইসলামকে মুক্তি এবং জামায়াত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে : মাসুদ সাঈদী

নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি
Feb 19, 2025 - 02:29
 0  7
এটিএম আজাহারুল ইসলামকে মুক্তি এবং জামায়াত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে : মাসুদ সাঈদী

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী’র ছেলে এবং পিরোজপুর-১ আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী বলেছেন, ৫ আগষ্ট একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল। যে প্রত্যয় নিয়ে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছিল সেই প্রত্যয়ের ব্যত্যয় কেন হল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ব্যাপারে হল। কেন আজকেও তাকে মুক্তি দেওয়া হলো না। তার মুক্তির দাবিতে কেন আমাদেরকে রাজপথে নামতে হয়েছে। অভিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। সেই সাথে জামায়াত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে।

মঙ্গলবার (১৮ফেব্রুয়ারী) বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা জামায়াত ইসলামী আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। 

জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সামবেশে মাসুদ সাঈদী বলেন, আওয়ামী শাসন আমলে ওই কুলাঙ্গার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে মৌলবাদ, সন্ত্রাস তদন্ত কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনের সদস্য ছিল বর্তমান বাংলাদেশের অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। চুপ্পুর ষড়যন্ত্রে আজকে এটিএম আজহারের মুক্তি হচ্ছে না। এটিএম আজাহারের মুক্তির পাশাপাশি অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ দাবি করছি।

তিনি আরও বলেন, আমরা ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত না হয়। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। একই সাথে জামায়াতের ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। আমাদের নিবন্ধন কারো দয়ায় আমরা পাইনি। আমরা আমাদের অধিকার আদায় করে নেব। আমরা আমাদের মার্কা আদায় করে নেব ইনশাআল্লাহ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয় শহরের বিভিন্ন সড়ক পদক্ষেণ শেষে আল্লামা সাঈদী ফাউন্ডেশনে গিয়ে শেষ হয়। 

এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদের সভাপতিত্বে সমাবেশে জেলা জামাতের সেক্রেটারি মো. জহিরুল হক, সহ সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পেশাজীবী বিভাগের জেলা সভাপতি আব্দুল্লাহিল মাহমুদ, মঠবাড়িয়া উপজেলা আমির অধ্যাপক শরিফ মোহাম্মদ আব্দুল জলিল, ভান্ডারিয়া উপজেলার আমির মাওলানা আমির হোসেন, নাজিরপুর উপজেলা আমির মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা সভাপতি মেহেদী হাসান প্রমুখ সহ জেলার ৭টি উপজেলার জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow