এশিয়ান টিভির এক যুগ পূর্তি উপলক্ষে খোকসায় আনন্দ র্যালি ও আলোচনা সভা
দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির এক যুগ পূর্তি উপলক্ষে কুষ্টিয়ার খোকসায় আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫' জানুয়ারি শনিবার বিকেলে এশিয়ান টিভি দর্শক ফোরাম আয়োজিত আনন্দ র্যালি শেষে প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এশিয়ান টিভি প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি পুলক সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম।
এসময় যমুনা টেলিভিশনের রুহুল আমিন বাবু, দৈনিক নয়া দিগন্তর সোহাগ মাহমুদ, বিজয় টিভির তানভীর লিটন, দৈনিক সংবাদের মাসুদ রানা, নিউজ টুয়েন্টি ওয়ানের নোবাজ্জেল হোসেন, জবারদিহি পত্রিকার আকাশ হোসেন, কুষ্টিয়ার খবরের চিতা বিশ্বাস, দৈনিক একুশে নিউজের হাফিজুর ইসলাম বকুল, মিরর অফ বাংলাদেশের মিজানুর রহমান, দৈনিক লালন কন্ঠের সাইমন কনক, দ্রোহ পত্রিকার সবুজ আলী, দৈনিক পদ্মা গড়াই পত্রিকার নির আলম পাপ্পু, সকালের শিরোনামের নাজিম উদ্দীন, সাহসী বাংলার আশিক আহমেদ বাপ্পি সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ আজমল।
What's Your Reaction?