এসএসসি ব্যাচের ছাত্র ছাত্রীদের পুনর্মিলনী ও জ্ঞাণীজন সংবর্ধনা
বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮৯-৯০ সালের এস,এস সি ব্যাচের ছাত্র ছাত্রীদের মিলন মেলা ও জ্ঞাণীজনদের সম্মামনা ২০২৪ ১৩ এপ্রিল শুক্রবার
কৃষ্ণপুরের চাইল্ড ড্রীম কিন্ডার গার্টেন স্কুলে পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ ৩৫ বছর পরে সকল বন্ধু বান্ধব একত্রিত হতে পেরে সকলের মাঝে উৎফুল্ল বিরাজ করছে। অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের মাঝে ৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন। বিভিন্ন হৈ হুল্লর করে সবাই ফেলে আসা পুরনো দিনের স্মৃতি চারণ করে গল্প গুজবে মেতে উঠে সবাই। অনেক দিন পরে একত্রিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছেন সবাই। এই পুনর্মিলনি অনুষ্ঠানে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচী। এর মধ্যে রয়েছে শিক্ষকদের মাঝে সম্মামনা ক্রেস্ট প্রদান, ছাত্র ছাত্রীদের মাঝে লটারি প্রতিযোগিতা, ও ভোজন বিলাস, এবং সব শেষে পুরস্কার বিতরণ।
বহুদিন পরে পুরনো বন্ধুরা মেতে উঠে বিভিন্ন গল্প গুজবে। কে কোন পেষায় আছে, কোথায় আছে তাই নিয়ে খোস গল্পে মেতে উঠে। ছাত্র জীবনে কে কি করতেন, কার কি বৈশিষ্ট্য ছিল তাই নিয়ে হাসি ঠাট্রায় মেতে উঠে সবাই। দীর্ঘদিন পরে ছাত্র ছাত্রীদের পুনর্মিলনে হারিয়ে যায় ফেলে আসা শৈশবে। ১৯৮৯-৯০ সালের এস,এস,সি ব্যাচের ছাত্র ছাত্রীদের আয়াজনে
বিকেল ৩ টায় দ্বিতীয় পর্বের শুরুতে পবিত্র কোরআন তেলয়াত,গীতাপাঠ ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় ছাত্র ছাত্রীদের মিলন মেলায় স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, সেন্টু, ফজলুল হক, সাখাওয়াত হোসেন, হারুন অর রশীদ সহ অনেকে।পরে সকল ছাত্র ছাত্রীরা উপস্থিত সকলে তাদের পরিচয় তুলে ধরেন। শিক্ষকদের মধ্যে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন ওসমান গণী স্যার।এর পরেই শুরু হয় জ্ঞানীজনদের সংবর্ধনা। সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয় কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ওসমান গণী, বাবু শৈলান দাস, বাবু তপন কুমার বিশ্বাস, বাবু অরুন কুমার সাহা ও বাবু অমল কুমার সাহা কে ছাত্র ছত্রীদের পক্ষ থেকে সম্মমানা ক্রেস্ট প্রদান করা হয়।
What's Your Reaction?