এসএসসির ফল প্রকাশে ফরিদপুরের সেরা ৪ স্কুল
২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১২ মে) বেলা ১১টায় এ ফল প্রকাশিত করা হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ ফল প্রকাশে উচ্ছ্বাসিত শিক্ষার্থী ও অভিভাবকগণ।
ফরিদপুর জেলা শহরের প্রাণকেন্দ্র অবস্থিত সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭৩ জন, মোট পরীক্ষার্থী ২৩৮, পাশ ২৩৭, পাশের হার ৯৯.৫৮%। স্কুলটির প্রধান শিক্ষক নাসিমা বেগম এ তথ্যটি নিশ্চিত করেছেন।
ফরিদপুর জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬৯ জন, মোট পরীক্ষার্থী ২৩০ জন, পাশ করেছে ২২৭ জন, পাশের হার ৯৮.৭%। স্কুলটির প্রধান শিক্ষক আফরোজা বানু এ তথ্যটি নিশ্চিত করেছেন।
ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১০১ জন, মোট পরীক্ষার্থী ৩৮৪, পাশ ৩৭৭ জন, পাশের হার ৯৮.১৮%, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কাইয়ূম শেখ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২০ জন, মোট পরীক্ষার্থী ২৩২, পাশ ২২২, পাশের হার ৯৫.৬৯ %। স্কুলটির প্রধান শিক্ষক মনিরুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।
What's Your Reaction?