ঐক্য ও সম্প্রীতির বার্তা নিয়ে নবীনগর প্রেসক্লাবের ইফতার মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সায়েদুল হক সাঈদ এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এমএ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে একতা ও সম্প্রীতির গুরুত্বের ওপর বক্তব্য দেন। প্রেসক্লাব সভাপতি তার বক্তব্যে বলেন, "পবিত্র রমজান মাস সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সৃষ্টির শ্রেষ্ঠ সুযোগ। এই উপলক্ষে প্রতিবছর নবীনগর প্রেসক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।"
দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এসআর জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মো. বেলায়েত উল্লাহ।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






