ওরসে আসার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি
Feb 15, 2025 - 23:38
 0  8
ওরসে আসার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল দরবারে ওরসে আসার পথে ইট বোঝাই ট্রলি ও মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে শামসেল বিশ্বাস (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মজুদার বাজারে দুর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধ মাগুরা সদর উপজেলার মহিষা ডাঙ্গা গ্রামের মৃত ইছাল উদ্দিনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মাহেন্দ্র গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে শামসুল বিশ্বাস গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ মোতালেব ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow