ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, আহত ব্যবসায়ীর মৃত্যু

সাভারের আশুলিয়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের চাপাতির কোপে গুরুতর আহত স্বর্ণ ব্যবসায়ী দীলিপ দাশ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
রবিবার (৯ মার্চ) রাত ৯টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজারের "দীলিপ স্বর্ণালয়" নামের দোকানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত দীলিপ দাশ আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের দুলাল দাশের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নয়ারহাট বাজারে স্বর্ণের ব্যবসা করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে তারাবির নামাজের সময় ফাঁকা বাজারে নিজের স্বর্ণের দোকান বন্ধ করছিলেন দীলিপ দাশ। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং দীলিপ দাশকে এলোপাথাড়ি চাপাতি দিয়ে কোপায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তারা দীলিপের হাতে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা দীলিপ দাশকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাজারের ঝাড়ুদার স্বপ্না বেগম বলেন, "আমি বাজার ঝাড়ু দিচ্ছিলাম। তখন দীলিপ দাশ দোকান বন্ধ করছিলেন। তার স্ত্রী পাশেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন যুবক এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং দীলিপ দাশের কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তারা ব্যাগটি ছিনিয়ে নিয়ে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।"
নিহতের স্ত্রী সরস্বতী দাস বলেন, "ডাকাতরা প্রাইভেট কারে এসে স্বর্ণপট্টিতে হামলা চালায়। আমার স্বামী দোকান বন্ধ করার সময় ব্যাগে ২০ ভরি স্বর্ণালংকার রেখেছিলেন। ডাকাতরা হঠাৎ তার ওপর হামলা চালিয়ে ব্যাগটি ছিনিয়ে নেয়। বাধা দিলে তাকে বুকে, পিঠে ও গালে কুপিয়ে আহত করে। এরপর বাজারের মসজিদের মাইক থেকে ডাকাতি হচ্ছে বলে ঘোষণা দেওয়া হলে লোকজন এগিয়ে আসে, কিন্তু ততক্ষণে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।"
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেরাজুর রেহান পাভেল জানান, "চাপাতির আঘাতে দীলিপ দাশের ফুসফুস ও হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার কয়েক মিনিটের মধ্যেই তিনি মারা যান।"
আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, "দীলিপ দাশ দোকান বন্ধ করছিলেন, তখন চারজন দুর্বৃত্ত এসে তাকে ধারালো চাপাতি দিয়ে আঘাত করে এবং তার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।"
নিরাপত্তার অভাবে বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। প্রশাসন বলছে, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
What's Your Reaction?






