কবি আল মাহমুদের জন্মদিন পালন এবং স্মরণ সভার আয়োজন করেছে অন্যধারা সাহিত্য সংসদ
কবি আল মাহমুদের জন্মদিন পালন এবং স্মরণ সভার আয়োজন করেছে অন্যধারা সাহিত্য সংসদ। শুক্রবার বিকাল চারটায় রাজধানী ঢাকার কাটাবন,কবিতা ক্যাফেতে এই আয়োজন করা হয়। উক্ত আয়োজনে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবি আশরাফ মির্জা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কারো সর্ম্পকে না জেলে আমরা কিছু বলবো না সবাইকে তার প্রাপ্য সম্মান দিবো। অনুষ্ঠান আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। উপস্থিত বক্তারা কবি আল মাহমুদের জীবন, সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন এবং কবির সাথে থাকা স্মৃতিচারন করেন।দেশের বিশিষ্ট কবি সৈয়দ রনো,কবি সাইদ মাহমুদ,কবি আব্দুল আলিম,কবি নুরুজ্জামান, ডক্টর কবি ফজলুল হক তুহিন ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।
What's Your Reaction?