কমিউনিস্ট পার্টির সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি
Oct 3, 2024 - 18:09
 0  2
কমিউনিস্ট পার্টির সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শহরের জনতা ব্যাংকের মোড়ে সমাবেশ ও লাল পতাকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার সভাপতি আজাদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‌ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির ‌ সদস্য রফিকুজ্জামান লায়েক, সুধিন সরকার মঙ্গল ‌ প্রমূখ।
 সভা পরিচালনা করেন কমিউনিস্ট পার্টির  সাধারণ সম্পাদক  অরুন কুমার শীল। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 সভায় বক্তারা গত ৫ ই আগস্ট এর পর বর্তমান অন্তবর্তী কালীন সরকারের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে ‌ বক্তব্য রাখেন।
তারা বলেন তত্ত্বাবধায়ক সরকারের কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন জনগণ প্রত্যাশা করে। যেখানে সবাই ভোট দিতে পারবে। দিনের ভোট রাতে হবে না ‌।
মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। দেশে একটা সুস্থ অবাধ  নির্বাচন প্রয়োজন যেখানে জনগণ ভোট দিতে পারবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে।
পাশাপাশি নিত্য প্রয়োজনীয়  দ্রব্যমূল্যের ‌ নিয়ন্ত্রণ, রেশন ব্যবস্থা চালু, জাতীয় ন্যূনতম মজুরি ২৫০০০ হাজার টাকা ‌ এবং প্রতি মন  পাটের দাম  ৫০০০ টাকা নির্ধারণ করার দাবি জানানো হয়। 
তারা বলেন গত ৫  আগস্ট ছাত্র জনতার জীবনের রক্তের বিনিময়ে ‌ বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আমরা একজনকে হটিয়ে ঐ রকম একজনকে ক্ষমতায় আনা যাবে ন।
এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 
পাশাপাশি  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার উন্নতি, সংখানুপতিক নির্বাচন প্রবর্তন সহ  অবিলম্বে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা দাবি জানান।
এরপর একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow