কলেজছাত্রীকে ব্ল্যাকমেইলের চেষ্টায় যুবক গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী
Apr 17, 2025 - 16:22
 0  3
কলেজছাত্রীকে ব্ল্যাকমেইলের চেষ্টায় যুবক গ্রেপ্তার

রাজশাহীতে কলেজপড়ুয়া এক ছাত্রীর সম্পাদিত অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে মনোয়ার হোসেন মুন্না (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বুধবার দিবাগত রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকা থেকে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা।

র‌্যাব জানায়, রাজশাহীর একটি সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষে পড়ুয়া এক ছাত্রী বোয়ালিয়া মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১১ জুলাই অভিযুক্ত মুন্না ইমেইলের মাধ্যমে ছাত্রীর একটি সম্পাদিত নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেন। এরপর বিভিন্ন ভুয়া জিমেইল আইডি থেকে একাধিকবার ছবি পাঠাতে থাকেন তিনি। শুধু তাই নয়, ফেসবুকের মাধ্যমে ছবিগুলো ছড়িয়ে দেন ছাত্রীর পরিচিতজনদের কাছেও।

ঘটনার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মুন্নাকে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আরও তদন্ত চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow