কসবায় নির্মানাধীন বিল্ডিং ঘর ভাংচুরের অভিযোগ

মাহমুদুল হাসান,  স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
Apr 6, 2024 - 15:34
 0  13
কসবায় নির্মানাধীন বিল্ডিং ঘর ভাংচুরের অভিযোগ

ব্রাহ্মনবাড়িয়ার কসবায় নির্মানাধীন বিল্ডিং ঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। 

কসবা থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিবড়া গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছেলে বকুল মিয়া পৈত্রিক সূত্রে পাওয়া মালিকানা জমিতে সম্প্রতি  বিল্ডিং ঘর নির্মান করে। শনিবার (২ মার্চ) বিকালে একই এলাকার মৃত চান মিয়ার ছেলে আব্দুল্লাহ, মৃত ইমাম বক্সের ছেলে খোরশিদ মিয়া, খোরশেদ মিয়ার ছেলে নাজিরের নেতৃত্বে ১৫/২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিরীহ বকুল মিয়ার নির্মাণাধীন বিল্ডিং ঘর ভাংচুর করে।
 এ বিষয়ে অভিযোগের বাদী বকুল মিয়া সাংবাদিকদের জানান, তাদের সঙ্গে আমাদের দীর্ঘদিন যাবত জমি জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। গত দুই মাস ধরে আমরা এই বিল্ডিংয়ের কাজ করে আসছি, এতদিন কেউ কোনরকম অভিযোগ নিয়ে আসেনি বা কাজ বন্ধ করতে বলে বলেনি। ঘটনার তারিখ ও সময়ে আমার ছাদ ঢালাইয়ের কাজ হবে, ঐ সময় হঠাৎ করে আব্দুল্লাহ গংরা এসে আমার করা সাটারিং দেওয়াল ও রডসহ সব ভেঙ্গে ফেলেছে। এ সময় তাদের শোর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এই বিষয়ে স্থানীয়রা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি বকুল মিয়ার নতুন নির্মানধীন ঘরের ৪ টি পিলার ও বিল্ডিং ভাংগা অবস্থায় পড়ে আছে। এ ঘটনায় জড়িতদের আমরা কঠিন শাস্তির দাবী জানাচ্ছি। এ ঘটনার আরেক 
অভিযুক্ত দোকানদার জসিম মিয়া সাংবাদিকদের কাছে নিজেকে নির্দোষ বলে দাবি করেন। 
এদিকে ভাঙচুরের ঘটনায় অসহায় নিরীহ বকুল মিয়া বাদী হয়ে কসবা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow