কসবায় পিএমকে( NGO) কর্তৃক বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
Sep 11, 2024 - 18:34
 0  5
কসবায় পিএমকে( NGO) কর্তৃক বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

বুধবার ১১ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পল্লী মঙ্গল কর্মসূচি ( পিএমকে)কর্তৃক বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও শিশু বাচ্চাদের মাঝে দুগ্ধ খাবার বিতরণ করেন। পাশাপাশি মাদকের বিষয়েও সচেতনতা মূলক আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব সঞ্জয় কুমার বন্ধন, সহকারী পরিচালক, জনাব মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া_প্রোগ্রাম ম্যানেজার, জনাব উজ্জ্বল কুমার দাস_সহকারী প্রোগ্রাম ম্যানেজার, জনাব সোহাগ মিয়া শাখা ব্যবস্থাপক, জনাব আসাদুল ইসলাম -শাখা ব্যবস্থাপক, জনাব সেলিম রেজা- জোনাল হিসাবরক্ষক, জনাব আরশেদ আলী শাখা ব্যবস্থাপক, জনাব মজিবুর রহমান, কসবা থানা সেকেন্ড অফিসার ও কসবা থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোবারক হোসেন চৌধুরী নাসির প্রমুখ। 
কর্মকর্তারা কসবা নয়নপুরের ৭০০, কসবা পৌরসভায় ৭০০, আখাউড়ার ৭০০ জন কে ত্রাণ বিতরণ করছেন বলে জানায়।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow