কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Apr 6, 2025 - 20:34
 0  6
কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার তিনলাখপীর এলাকার তন্তর ছতুরা শরীফ ব্রিজের কাছে।

আহতদের মধ্যে আকলিমা, বাদল সরকার, ইকরা, কামাল, আবদুল আলিম, আমেনা, আলেয়া, মোতালেব, রায়হান, বেবী, নুলন, আবদুল আলী, শাহজাহান, খুরশেদ, হৃদয় ও খালেদের নাম পাওয়া গেছে। তাদের সবাইকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের সবার বাড়ি সিলেট জেলার বিভিন্ন উপজেলায় বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, “সিলেট থেকে চট্টগ্রামগামী এস.আর পরিবহনের একটি বাস তিনলাখপীর এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি সড়কের পাশে উল্টে খাদে পড়ে যায়।”
তিনি আরও জানান, স্থানীয়রা দ্রুত বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow