কসবায় ৫০০ টাকার জন্য মামাতো ভাইকে খুন করলো ফুফাতো ভাই

মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
Jan 15, 2025 - 21:38
 0  2
কসবায় ৫০০ টাকার জন্য মামাতো ভাইকে খুন করলো ফুফাতো ভাই

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জের ধরে ফুফাতো ভাইয়ের হাতে ইসরাফিল-(১৮) নামে এক মামাতো ভাই খুন হয়েছে।

 মঙ্গলবার রাতে উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইসরাফিল ওই গ্রামের মিন্টু মিয়ার ছেলে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য ইসরাফিলের লাশ ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।
ঘাতক ফুফাতো ভাই বাবু মিয়া-(৩৫) একই গ্রামের মজনু মিয়ার ছেলে। ঘটনার পর পরই বাবু মিয়া পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, ইসরাফিলের অটো গ্যারেজে তার ফুফাতো ভাই বাবু মিয়া  তার অটোরিক্সার মেরামত করাতো। ইসরাফিল মেরামত কাজের ৫০০ টাকা বাবু মিয়ার কাছে পাওনা ছিলো। কিন্তু তা পরিশোধ না করায় তাদের মধ্যে বিরোধ চলছিল।
মঙ্গলবার বিকেলে বাবু স্থানীয় গ্রাম্য মেলা উপলক্ষে ইসরাফিলের গ্যারেজের সামনে দোকান বসায়। এনিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে বাবু মিয়া ইসরাফিলকে মারধর করে। পরে সে তার বাবাকে নিয়ে মারধরের বিষয়টি জানাতে ফুফুর বাড়িতে গেলে তাকে দেখে ক্ষুব্ধ হয় বাবু। এক পর্যায়ে বাবু কাঠ দিয়ে ইসরাফিলের বুকে আঘাত করে। আহতাবস্থায় ইসরাফিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কাদের বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। ঘাতক বাবু মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow