কাউখালীতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকেলে কাউখালীর শিয়ালকাঠী চৌরাস্তা মোড়ে জাতীয়তাবাদী ছাত্রদল কাউখালী উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি সোয়াইব সিদ্দীক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদসহ জেলা ও উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অবিলম্বে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শুক্রবার রাতে কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের সামনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের ঈদ শুভেচ্ছা পোস্টার লাগানোর সময় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। অভিযোগ করা হয়, কাউখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল রাঢ়ী এবং তার ভাই, ঢাকায় যুবলীগ নেতা রহমত রাঢ়ীর নেতৃত্বে একদল যুবক এ হামলা চালায়।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুমন, শিয়ালকাঠী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, কাউখালী উপজেলা ছাত্রদলের সদস্য বেলাল হোসেন, ছাত্রদল নেতা মফিজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কর্মী মেহেদী হাসান ও অটোরিকশাচালক কাওসার হোসেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শামীম রাঢ়ী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
What's Your Reaction?






