কাউনিয়ায় সরকারী সেবাসমূহ বিষয়ে ওরিয়েন্টেশন
রংপুরের কাউনিয়া উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন সোমবার সকালে উপজেলা মডেল মসজিদ হল রুমে অনুষ্ঠিত হয়।
রংপুরে গ্রাম বিকাশ কেন্দ্র এর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। স্বাগত বক্তব্য রাখেন পিপিইপিপি-ইইউ প্রকল্প, উত্তর পশ্চিম অঞ্চলের প্রোগ্রাম অফিসার মোঃ শাহিনুর ইসলাম।পিপিইপিপি-ইইউ প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন টেকনিক্যাল অফিসার- কমিউনিটি মোবিলাইজেশন মো: জিয়াউর রহমান, ওরিয়েন্টেশন সেশন পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সামিউল আলম।
এ সময়ে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী ডা: মো: শামসুর রহমান, সহকারী কারিগরি কর্মকর্তা (লাইভলীহুড), মো: আব্দুল কাইয়ুম ও মো: জহুরুল ইসলাম, সহকারী কারিগরি কর্মকর্তা- নিউট্রিশন, ইসরাত জাহান লায়লা প্রমুখ। ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন গ্রাম কমিটির সদস্য, প্রতিবন্ধী ব্যক্তি ফোরামের সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ।
What's Your Reaction?