কাউনিয়ায় সুপারী গাছ চাপায় কাঠমিস্ত্রির মৃত্যু

মো: সাইফুল ইসলাম,কাউনিয়া(রংপুর)প্রতিনিধি
Jan 17, 2025 - 22:25
 0  2
কাউনিয়ায় সুপারী গাছ চাপায় কাঠমিস্ত্রির মৃত্যু

রংপুরের কাউনিয়ায় সুপারী গাছ কাটার সময় চাপা পড়ে আব্দুল কাদের (৬৫) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার উপজলার কুর্শা ইউনিয়নের উত্তর বাহাগিলী কেওরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আব্দুল কাদের উত্তর বাহাগিলী কেওরা গ্রামের মৃত নিরাসার ছেলে। সন্ধায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

নিহতের পরিবার ও প্রতিবেশীদের তথ্যের বরাত দিয়ে কাউনিয়া থানার এসআই ডন কংকন বর্মণ বলেন, উত্তর বাহাগিলী কেওরা গ্রামে শুক্রবার সকালে কাজলের বাড়ীতে কাঠমিস্ত্রির কাজ যান আব্দুল কাদের। সকাল ১১ টার দিকে বাড়ীর পাশে কাজলের বাগানে সুপারীর গাছ কাটা শুরু করেন শ্রমিক ছাদেক আলী। 

এসআই ডন কংকন বর্মণ বলেন, একটি গাছ কাটার সময় সুপারীর বাগানের পাশে দাঁড়িয়ে ছিলো কাঠমিস্ত্রি আব্দুল কাদের। এ সময় সুপারী গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় কাঠমিস্ত্রি আব্দুল কাদের। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া পথে মারা যান তিনি।

কুর্শা ইউনিয়ন পরিষদের ৪ নাম্বার ওয়ার্ড সদস্য ইউসুফ আলী বলেন, সুপারীর গাছ কাটার সময় ওই ব্যক্তিকে বাগানের ভিতর থেকে সরে যেতে বলেছিলো নাকি বাগানের মালিক। কিন্তু তিনি সরে না যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। তবে গাছ কাটার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।

জানতে চাইলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে সন্ধায় সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow