কাগজে কলমে প্রকল্প আছে,অস্তিত্ব নেই

অনুপম মারমা, থানচি (বান্দরবান) প্রতিনিধি
Oct 29, 2024 - 19:30
 0  7
কাগজে কলমে প্রকল্প আছে,অস্তিত্ব নেই

বান্দরবানে থানচি উপজেলার স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের সময়ে কাগজের কলমের বাস্তবায়িত প্রকল্প আছে কিন্তু প্রকল্পের অস্থিত্ব নেই। অনুসন্ধানে এমন কয়েকটি প্রকল্পের সন্ধান পাওয়া গেছে। ঠিকাদার,জনপ্রতিনিধি,প্রকৌশলী যোগসাজসের বরাদ্ধকৃত সিংহভাগ অর্থ নয় ছয় করেছে বলে অভিযোগ উঠেছে। প্রকল্পের অস্থিত্ব না পাওয়া জনমনে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে।

জানা গেচ্ছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা কার্যালয়ের সূত্রে জানা যায়,২০২০-২১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির(এডিপি) খাতে উন্নয়নমূলক কাজের এলজিইডি কার্যালয়ের ৪৯.০২.০৩৯৫.০০০.৯৯.০০১.২০-৬১৩ স্বারক মূলের  থানচি উপজেলা মৌজা হেডম্যানদের সামাজিক সংগঠন  হেডম্যান এ্যাসোশিয়েশন ভবন নির্মাণ এর ৫ লক্ষ টাকা  বরাদ্ধ দেয়া হয়, একই প্রকল্পের অসমাপ্ত কাজ সমাপ্ত করনে  ২য় ধাপে ২০২১-২২ অর্থ বছর  ৪ লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। মোট ৯ লক্ষ টাকার ব্যয় দেখিয়ে দুই অর্থসালে পৃথকভাবে সংশ্লিষ্ঠ অধিদপ্তর ও মন্ত্রনালয়ের উর্ধত্বম কর্তৃপক্ষের নিকট ভবনের ছবি সংবলিত শতভাগ বাস্তবায়নের প্রকল্পের সাথে সংশ্লিষ্ঠ কর্মকর্তারা বার্ষিক প্রতিবেদন ও দাখিল করা হয়েছে। 
সম্প্রতি সরেজমিনে জানা যায়,২০১৭ সালে নির্মিত উপজেলা পরিষদ বহুতল ভবনের ২য় তলা একটি কক্ষের উপজেলা সামাজিক সংগঠন হেডম্যান এ্যাসোশিয়েশন কার্যালয় হিসেবে নেইম প্লেট  টাংঙানো দেখা মিলছে। সেখানে কয়েকটি টেবিল ও প্লাস্টিকের চেয়ার ও দেখা গেচ্ছে। ঔ প্লাস্টিকের চেয়ার ও টেবিল সমুহ  এ্যাসোশিয়শন কার্যালয়ের পাশে থাকায় উপজেলা পরিষদের মিলনায়তন হল রুমের  সভা- সেমিনারের  উপস্থিত দর্শকদের বসার জন্য সিট ব্যবহারের ওই কক্ষে রাখা হয়েছে বলে উপজেলা নির্বাহী  অফিসারের কার্যালয়ে কর্মচারীরা এ প্রতিবেদককে জানায়। 
অস্তিত্ব না পাওয়া প্রকল্পের গুলি মধ্যে সরেজমিনে জানা গেচ্ছে,দুই অর্থবছরে একই স্বারকের থানচি বাজারে টয়লেট স্থাপন ৩ লক্ষ ৫০ হাজার টাকা,বলিপাড়া হিন্দু পাড়াতে হরি মন্দিরে পাশে কমিউনিটি সেন্টার নির্মানের ৪ লক্ষ টাকা,ইয়াংরেসে পাড়া মারমা ভাষা শিক্ষা পাঠাগার নির্মানের ৫ লক্ষ টাকা,ঙাফাঁখুম ঝর্নায় টয়লেট নির্মান ৩ লক্ষ ৫০ হাজার টাকা, মংনাই পাড়া কিশোর কিশোরী ক্লাবে তৈজসপত্র ক্রয় নামে ২ লক্ষ টাকা, ক্যচু পাড়া যুব ক্লাবের ঘর নির্মানের ৩ লক্ষ ৫০ হাজার টাকার বরাদ্ধকৃত প্রকল্পের অস্থিত খুজে পাওয়া যাচ্ছে না। 
সামাজিক সংগঠন হেডম্যান এ্যাসোশিয়েশনের সভাপতি সেকদু মৌজা হেডম্যান বাথোয়াইচিং মারমা বলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি থোয়াইহ্লামং মারমা আমাদের হেডম্যান এ্যাসোশিয়েশনের ভবন নির্মাণ করার ব্যাপারে একবার বলেছিলো কিন্তু কোথায় করা হচ্ছে আমাদের জানার নেই। দুই ধাপের বরাদ্ধ দিলে ও ভবনটি কোন স্থানের নির্মান করেছে জানি না।
সাধারণ সম্পাদক উবামং মারমা বলেন,উপজেলা চেয়ারম্যান একক ক্ষমতা বলে সরকারীভাবে বরাদ্ধকৃত অর্থ সম্পূর্ণ উক্তোলন করে আত্নসাৎ করা হয়েছে। 
মনাই পাড়া কিশোর কিশোরী সংগঠনের সভাপতি ও যুবনেতা উমংসিং মারমা বলেন, আমাদের কিশোর কিশোরী সাংস্কৃতিক সংঘে নামীয় এ পর্যন্ত আমরা কোথাও থেকে সহায়তা পায়নি। তবে বলীবাজার ৩৮ বিজিবি থেকে আমাদের জন্য ছোট একটি সাউন্ড সিস্টেম ছাড়া আর কিছু পায়নি।
তিনি আরো জানান, গত ২১ সালে প্রবারণা পূর্ণিমা উৎসবের ক্রাছিমুই নামে একটি ধর্মীয় অনুষ্ঠানের  উপজেলা চেয়ারম্যান  মংনাই পাড়া কিশোর কিশোরী ক্লাবে তৈজসপত্র ক্রয় নামে ২ লক্ষ টাকা দেয়া হয়েছে বলে ঘোষণা করেন। কিন্তু তার ঘোষণা ঘোষণাই থেকে গেল।
বলীপাড়া ৩নং ওয়ার্ডে সদস্য সজল কর্মকার বলেন, আমাদের হরিমন্দির পাশে একটা নির্মাণ করা হয়েছে। কমিউনিটি সেন্টার নামে শুনেছি তবে আমরাও পূজা সময় ব্যবহার করেছি।
যোগাযোগ করা হলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)প্রকৌশলী মো: এ্যামদাদুল হক বলেন, আমি ২০২২ সালে থানচি উপজেলা যোগদান করেছি। আমার দায়িত্বে পুর্বে প্রকল্প গুলি অস্তিত্ব আছে কিনা আমার জানা নেই। তবে আমরা সবগুলো ক্ষতিয়ে দেখে আপনাদের কে জানাবো।
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত (ইউএনও) রাকিব হাসান চৌধুরী বলেন, আমি সবে মাত্র যোগদান করেছি। সম্পূর্ণ কাগজপত্র খুটিঁয়ে দেখে তদন্ত করা হবে।
বিগত ১৫ আগস্ট  বর্তমান সরকার দেশের সকল উপজেলা চেয়ারম্যানের অপসারণের প্রজ্ঞাপন প্রকাশিত হলে  চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি থোয়াইহ্লামং মারমা আত্মগোপনে রয়েছে। তার ব্যবহৃত মুঠোফোনও বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হইনি।

  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow