কানাইপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিকারের অভিযান জরিমানা আদায়

ফরিদপুর জেলা প্রতিনিধি:
May 11, 2024 - 19:55
 0  43
কানাইপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিকারের অভিযান জরিমানা আদায়

ফরিদপুরের কানাইপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এসময় বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুর ১২ টার দিকে ফরিদপুরের কানাইপুর মৃধা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত কানাইপুর ডিজিটাল  ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন ফরিদপুরের ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সোহেল শেখ এর নেতৃত্বে একটি অভিযানিক দল। অভিযানে ফরিদপুর জেলা স্যানিটারি ইন্সপেক্টর 
মো. বজলুর রশিদ খান ও ফরিদপুর কোতয়ালি থানার একাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। 
 উক্ত অভিযান সম্পর্কে ফরিদপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সোহেল শেখ জানান, 'ভোক্তা অধিকারের চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। এখানে নির্ধারিত মূল্যের চেয়ে রোগিদের থেকে বেশি টাকা আদায়, ডায়াগনস্টিক সেন্টারের সিগারেট রাখা, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ ইত্যাদি নানা অসংগতি ও অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে অভিযুক্ত করা হয়েছে। ওসব বিষয়ে অভিযুক্ত 'কানাইপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার'কে সতর্কতা করা সহ উক্ত অপরাধে নগদ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow