কানাইপুরে বর্ণমালা স্কুলে ফল উৎসব অনুষ্ঠিত
ফরিদপুরের কানাইপুরে অবস্থিত বর্ণমালা স্কুলে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯ টায় এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।
এতে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে আম, জাম, জামরুল, লিচু, কাঁঠাল, পেয়ারা, লটকন, ড্রাগন ফল সহ বিভিন্ন ধরনের মৌসুমি ফল খাওয়ানো হয়।
এ সময় বিদ্যালয়ের পরিচালক জাহিদুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, স্কুলটির প্রধান শিক্ষিকা মিসেস রাশিদা বেগম, স্থানীয় সাংবাদিকবৃন্দ, স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, অবিভাবকবৃন্দ ও স্কুলটির শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
ফল উৎসবে ছাত্রছাত্রীদের মৌসুমী ফল খাওয়ানোর পাশাপাশি তাদের ফলের সাথে পরিচয় ও ফলগুলোর খাদ্যগুণ তুলে ধরে ফল খাওয়ার জন্য ছাত্রছাত্রীদের উদ্ভুদ্ধ করা হয়।
What's Your Reaction?