কাপ্তাই উপজেলা ও কর্ণফুলী কলেজ শাখার ১৫ তম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রিপন মারমা, কাপ্তাই(রাঙ্গামাটি) প্রতিনিধি
Feb 14, 2025 - 21:17
 0  9
কাপ্তাই উপজেলা ও কর্ণফুলী কলেজ শাখার ১৫ তম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে স্বশিক্ষায় শিক্ষিত হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। শিক্ষার পাশাপাশি নিজেদের মাতৃভাষা, সামাজিক প্রথা ও সংস্কৃতিকে তুলে আনতে হবে। দেশের সামনে উপস্থাপন করা না গেলে আগামীতে পার্বত্য এলাকায় সেসব সংস্কৃতি পিছিয়ে যাবে। তাই আগামীতে নিজেদের ভাষা ও সংস্কৃতি তুলে আনার আহ্বান জানিয়েছেন,
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গামাটি 
কাপ্তাই বড়ুইছড়ি মারমা স্টুডেন্ট কাউন্সিল (বিএমএসসি) ছাত্রাবাস মিলনায়তনে কাপ্তাই উপজেলা ও কর্ণফুলী সরকারি কলেজ শাখা উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে 
উসাইমং মারমা সঞ্চালনা উথোয়াইপ্রু মারমা সভাপতিত্বে'র বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল কাপ্তাই উপজেলা শাখা সাবেক সংগঠক উত্তমালংকার মহাথের প্রধান অতিথি বক্তব্যে তিনি এ সব কথা বলেন। প্রধান বত্তা হিসেবে উপষ্ঠিত ছিলেন, ১৪তম কেন্দ্রীয় কমিটি(বিএনএসসি) সাবেক সাংগঠনিক সম্পাদক সাচিংউ মারমা।বিশেষ অতিথি হিসেবে উপষ্ঠিত ছিলেন,বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল(বিএনএসসি) কেন্দ্রীয় কমিটি সাবেক সহ-সভাপতি চিংসাইথুই মারমা,সাধারণ সম্পাদক রাম্রাচাই মারমা, রাঙ্গামাটি জেলা কমিটি সাংগঠনিক সম্পাদক বাথোয়াইচিং মারমা। সম্মেলনে বক্তারা বলেন, ১৯৮৯ সালে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল কমিটি গঠন করা হয়। এই অরাজনৈতিক সংগঠনে শিক্ষা, সাম্য, মৈত্রী ও প্রগতি চারটি মূলনীতি নিয়ে পথচলা। এই সংগঠন এখন ৩৫ বছরের পদার্পণ করেছে। যেটি এই সংগঠনের গর্বের বিষয়।প্রধান বত্তা সাচিংউ মারমা বলেন,ছোট বেলায় টিফিনের টাকা জমিয়ে বই কিনে পড়তাম।আমার মত আরও  হাজার হাজার পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের মধ্যে আর্থিক অস্বচ্ছতার কারণে এই সুযোগটাও পায় না। তবে বর্তমান ইন্টারনেট সুযোগ সুবিধা কারণে এখন চাইলে অনেক ধরনের বই পড়ার সুযোগ পাওয়া যায়। পুথিগত বিদ্যার পাশাপাশি নিজেদের ভাষা, সংস্কৃতি ও আদিবাসীদের ঐতিহ্যের জ্ঞান রাখার দরকার বলে মনে করেন তিনি। 
সম্মেলন শেষে  কর্ণফুলী সরকারি কলেজ শাখার খ্যামেউ মারমাকে সভাপতি উথোয়াইগ্য মারমা সাধারণ সম্পাদক ও উচাইপ্রু মারমা সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদি ১৯ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি  গঠন করা হয়েছে। এর পরবর্তীতে দ্বিতীয় অধিবেশনে
কাপ্তাই উপজেলা শাখার বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি উসাইমং মারমা, সাধারণ সম্পাদক প্রুহ্লাঅং মারমা, সাংগঠনিক সম্পাদক চৌসিংমং মারমা ও নারী বিষয়ক সম্পাদক মেসিংনু মারমাসহ এই   চারটি পদের ঘোষণা করা হয়।
এসময়ে উপজেলা মারমা সম্প্রদায়ের শিক্ষার্থী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০ টায়  জাতীয় ও সাংগঠনিক  পতাকা উত্তোলন ক‌রেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow