কাপ্তাই জাতীয় উদ্যানে ১০ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Mar 28, 2025 - 14:40
 0  12
কাপ্তাই জাতীয় উদ্যানে ১০ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে ৯ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ পাইথন (অজগর) সাপ অবমুক্ত করেছে বন বিভাগ। শুক্রবার (২৮ মার্চ) সকালে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের সদস্যরা অজগরটি গভীর অরণ্যে ছেড়ে দেন।

কাপ্তাই রেঞ্জ অফিসার মো. ওমর ফারুক স্বাধীন জানান, সকাল সাড়ে ৮টার দিকে কাপ্তাই রেঞ্জের রামপাহাড় বিট সংলগ্ন শিলছড়িতে একটি পরিত্যক্ত জালের মধ্যে ১০ কেজি ওজনের অজগরটি আটকা পড়ে। বিষয়টি বন বিভাগের নজরে এলে সেটিকে উদ্ধার করে কর্ণফুলী রেঞ্জের সদর বিটের নিরাপদ ও ঠান্ডা পরিবেশে অবমুক্ত করা হয়।

অজগর অবমুক্তকালে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মো. মাসুম আলম, মো. আবু কাওসারসহ কাপ্তাই ও কর্ণফুলী রেঞ্জের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বন বিভাগ জানিয়েছে, এ ধরনের বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণে তারা নিয়মিত কাজ করে যাচ্ছে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow