কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টায় ৭ নবজাতকের জন্ম

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টায় ৭ নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে তিনজন ছেলে ও চারজন কন্যাশিশু। নবজাতক ও প্রসূতিরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আজ রবিবার (২৩ মার্চ) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লাঅং মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।
কাপ্তাই উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লাঅং মারমা এবং গাইনী কনসালটেন্ট ডা. তওফিকুন নাহার মোনার সার্বিক তত্ত্বাবধানে এই ডেলিভারি সম্পন্ন করেন সিনিয়র স্টাফ নার্স করুনাময়ী তঞ্চঙ্গ্যা ও প্রমিলা বিশ্বাসের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত নার্সিং কর্মকর্তারা।
তিনি আরও জানান, "শিশু ও মাতৃমৃত্যুহার কমানোর লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ডেলিভারির প্রচার চালানো হচ্ছে। প্রসূতিরা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাদের মোবাইল নম্বর রেখে পরবর্তীতে যোগাযোগ করা হয়। ডেলিভারির সময় হলে আগেই জানিয়ে দেওয়া হয়, যাতে তারা হাসপাতালে আসতে পারেন। ফলে বাড়িতে ডেলিভারি না করে অধিকাংশ প্রসূতি স্বাস্থ্যকেন্দ্রে আসছেন।"
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন দুর্গম এলাকার স্বাস্থ্যসেবার অন্যতম ভরসাস্থল হয়ে উঠেছে। দুর্গম অঞ্চলের রোগীরা এখানে সহজেই উন্নত চিকিৎসাসেবা পাচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এর আগেও এই হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে একাধিক নবজাতকের জন্ম হয়েছে।
What's Your Reaction?






