কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

রিপন মারমা,কাপ্তাই(রাঙ্গামাটি) প্রতিনিধি
Dec 9, 2024 - 20:28
 0  6
কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ শ্লোগানে রাঙ্গামাটি কাপ্তাইয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।

দিবসটি উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।  

কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির  সভাপতি মুক্তিযোদ্ধা  শাহাদাত হোসেন চৌধুরীর  সভাপতিত্বে  আলোচনা সভায়  কাপ্তাই উপজেলা  নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ  প্রধান অতিথির বক্তব্য রাখেন।  
এসময় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতির বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজ করছে, আর দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করছে।
তারা বলেন, নতুন বাংলাদেশে ছাত্র-জনতা আন্দোলনে সকলেই দুর্নীতির বিরুদ্ধে সচেতন, এবং প্রত্যেক অফিস- কার্যালয় 

 কর্মকর্তা-কর্মচারী দুর্নীতিমুক্ত থাকবে বলে আশা প্রকাশ করেন।তারা আরও বলেন, 

 আমাদের সকলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, তাহলে দেশ ও সমাজ দূর্বার গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাবে, আমরা উপজেলার সকল কর্মকর্তা,শিক্ষক  সহ সকলে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো। 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও  কাপ্তাই স্কুলের প্রধান শিক্ষক  মাহাবুব হাসান বাবু'র সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন  সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী,কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো: মাসুদ, চন্দ্রঘোনা  খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ও  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা.প্রবীর খিয়াং ,উপজেলা  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রুইলা অং মারমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড.এনামুল হক হাজারী,উপজেলা সহকারী তথ্য কমর্কর্তা দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার  আচার্য্য,উপজেলা যুব উন্নয়ন কমর্কতা মোহাম্মদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, রুপসী কাপ্তাইয়ের সম্পাদক  কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কবির হোসেন,নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কমিটির  সহ সভাপতি নূর বেগম মিতা প্রমূখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow