কাপ্তাইয়ে তারুণ্যের উৎসবের সমাপনীতে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান  সম্পন্ন 

রিপন মারমা, কাপ্তাই(রাঙ্গামাটি) প্রতিনিধি
Feb 12, 2025 - 21:32
 0  7
কাপ্তাইয়ে তারুণ্যের উৎসবের সমাপনীতে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান  সম্পন্ন 

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে ১০ফেব্রয়ারি থেকে ১২ ফেব্রয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়া তারুণ্যের উৎসবের সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান  হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি   বিকেলে  কর্ণফুলী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন সভাপতিত্বে ও কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং তারুণ্য উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব   মো: হোসেন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) রুহুল আমিন, কাপ্তাই উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, কাপ্তাই থানার ওসি মো মাসুদ, কর্ণফুলি সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী,  রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ,  উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশিদ,চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু, ছাত্রদলের সদস্য সচিব মো ইব্রাহীম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত  বিএসপিআই এর ছাত্র তাহসিন কবির রাতুল, কাপ্তাই উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ।

শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ উইনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।

রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে জনগণ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। সেই লক্ষ্যে কাজ করছে অন্তর্বতীকালীন সরকার। আর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজনে উদযাপন করা হচ্ছে ‘তারুণ্যের উৎসব ২০২৫।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow