কাপ্তাইয়ে পারিবারিক কলহে অস্বাভাবিক মৃত্যু
রাঙ্গামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নে মো. মাসুম (৫০) নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
তিনি ঐ এলাকার মো: দেলোয়ার হোসেন এর পুত্র। (২৯ ডিসেম্বর) রাত ১০ টা হতে সাড়ে ১০ টার মধ্যে লোকটি তাঁর নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে বাঁশের ( আড়া) এর সাথে ঝুলে আত্মহত্যা করেন। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে চন্দ্রঘোনা ওসি মুহাম্মদ শাহজাহান কামাল এই প্রতিবেদককে মুঠোফোনে জানান। তিনি আরও জানান, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং লাশটি ময়নাতদন্তের জন্য সোমবার রাঙ্গামাটি সদর হাসপাতাল মর্গের উদ্দেশ্য প্রেরন করা হয়েছে।
চন্দ্রঘোনা থানার পুলিশের সুত্রে জানা যায়,ঘটনার সংবাদ পেয়ে চন্দ্রঘোনা থানার ওসি শাহজাহান কামাল এর নেতৃত্বে সোমবার (৩০ ডিসেম্বর) পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
What's Your Reaction?