কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Mar 15, 2025 - 23:08
 0  14
কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বড়ুইছড়ি এলাকায় মো. মাসুদ (৩৩) নামে এক যুবক পারিবারিক কলহের জেরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে কাপ্তাই থানার পুলিশ হাসপাতাল পরিদর্শন করে।

এ বিষয়ে কাপ্তাই থানার উপপরিদর্শক (তদন্ত) মো. ওলি উল্লাহ জানান, "আমরা মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক মাদকাসক্ত ছিলেন এবং নিয়মিত মদ্যপান করতেন। স্ত্রী তাকে মদপান করতে নিষেধ করায় অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow