কাপ্তাইয়ে বছর বিদায়-বরণে মুখরিত,পর্যটনে নতুন হাওয়া

রিপন মারমা, কাপ্তাই(রাঙ্গামাটি) প্রতিনিধি
Jan 1, 2025 - 18:25
 0  7
কাপ্তাইয়ে বছর বিদায়-বরণে মুখরিত,পর্যটনে নতুন হাওয়া

জুলাই - আগস্টের ধাক্কা সামলিয়ে  বছরের শেষ দিন এবং নতুন ইংরেজি  নববর্ষকে বরণ উপলক্ষে  পর্যটন শহর হিসেবে খ্যাত রাঙ্গামাটির রূপসী কাপ্তাইয়ের বিনোদন স্পটগুলোতে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে।

মঙ্গলবার(৩১ ডিসেম্বর)  এবং বুধবার(১ জানুয়ারি)    কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্রে গিয়ে দেখা যায়, বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়। বলতে গেলে বছরের শেষ দিনে  কাপ্তাইয়ে হাজারও পর্যটকের আগমন ঘটেছে।

সরেজমিনে মঙ্গলবার  বিকেল  ৩ টায় গিয়ে দেখা যায় কাপ্তাইয়ের ওয়াগ্গা প্যানোরোমা জুঁম রেস্তোরাঁয় অসংখ্য পর্যটক। এসময় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা আর্দশ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল এর সাথে কথা হয়। তিনি বলেন, আমরা স্কুলের শিক্ষকরা এবং তাঁদের পরিবার মিলে কাপ্তাইয়ের বিভিন্ন স্পটে বেড়াতে এসেছি। আসলে কাপ্তাই খুবই সুন্দর জায়গা। এখানে প্রতিটি পড়তে পড়তে সৌন্দর্য লুকিয়ে আছে। 

এদিকে এদিন বিকেল ৪ টায়  কাপ্তাই নৌ বাহিনী পরিচালিত লেক প্যারাডাইসে গিয়ে দেখা যায় এখানেও অসংখ্য পর্যটক। এসময় চট্টগ্রাম মহানগর এলাকার আগ্রাবাদ হতে বেড়াতে আসা ব্যবসায়ী দম্পতি ইকবাল -নুসরাত  বলেন, এইবার বছরের শেষ দিনে পরিবার পরিজন নিয়ে আমরা  কাপ্তাইয়ের লেক প্যারাডাইসে   ঘুরতে এসেছি। অনেক ভালো লাগছে আমাদের। 

অন্যদিকে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় কাপ্তাইয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজে গিয়ে দেখা যায়, এখানেও পর্যটকদের উপচে পড়া ভীড়। এসময় পরিবার নিয়ে ঘুরতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব নন্দীর সাথে কথা হয় এই প্রতিবেদকের। এসময় তিনি বলেন,  প্রকৃতি তাঁর আপন মাধুরি দিয়ে সাজিয়েছে কাপ্তাইকে। কাপ্তাইয়ের সবুজ  পাহাড়, অনিন্দ্য সুন্দর কাপ্তাই লেক, লুসাই কন্যা কর্ণফুলির অপরুপ সৌন্দর্য আমাদের হৃদয়কে প্রফুল্লিত করেছে। 

নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজ এর ম্যানেজার মাসুদ তালুকদার বলেন,  গত সপ্তাহ হতে আগামী সপ্তাহ পর্যন্ত আমাদের পড হাউজ গুলো কোন খালি নেই৷ বছরের শেষ দিনে প্রচুর পর্যটক এসেছে কাপ্তাইয়ে।

কাপ্তাই বনশ্রী পর্যটন কমপ্লেক্সের পরিচালক প্রকৌশলী রুবায়েত আক্তার চৌধুরী বলেন,  সংকট কাটিয়ে কাপ্তাই পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াচ্ছে। 

এ ছাড়া কাপ্তাইয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র  , লেকশোর,   লেকভিউ, রিভার ভিউ সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে বছরের শেষ দিন এবং নতুন বছরের শুরুতে প্রচুর পর্যটকের দেখা মিলেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow