কাপ্তাইয়ে বিরল প্রজাতির কাছিম অবমুক্ত

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বন বিভাগের অভিযানে উদ্ধার হওয়া বিরল প্রজাতির একটি কাছিম কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকেলে কাপ্তাই জাতীয় উদ্যান সংলগ্ন প্রশান্তি পার্ক (বালুচর) এলাকার কর্ণফুলী নদীতে কাছিমটি অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মাসুম আলম, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. ওমর ফারুক স্বাধীন, স্টেশন কর্মকর্তা এস.এম. মহি উদ্দিন চৌধুরী, আব্দুল গণিসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
এর আগে, শনিবার সকালে সহকারী বন সংরক্ষক মাসুম আলমের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মী ফরিদ উদ্দিন ও মো. ফয়েজ রাইংখিয়ং স্টেশন কর্তৃক জেটিঘাট এলাকা থেকে কাছিমটি উদ্ধার করেন।
সহকারী বন সংরক্ষক মাসুম আলম জানান, উদ্ধার হওয়া কাছিমটির ওজন প্রায় ১০ কেজি। তিনি আরও বলেন, "বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের বাস্তবায়নে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।"
What's Your Reaction?






