কাপ্তাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাঙ্গামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনার ঐতিহ্যবাহী তরুণ সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্টর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারী) বিকেলে কেপিএম ব্রিক ফিল্ড মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে খেলাটি। বিজয় দিবস উপলক্ষে টুর্নামেন্টের এ খেলা গত ১০ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল।
উন্মুক্ত নকআউট ফুটবল টুর্নামেন্টে ১৬টি দল অংশ গ্রহন করেন। প্রায় ২৪ দিন পর ফাইনাল খেলার মধ্যে দিয়ে শেষ হলো টুর্নামেন্ট।
ফাইনাল খেলা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মৃতি সংসদ বনাম শাপলার ছাত্র সংঘ একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর ট্রাইবেকারে ফলাফল নির্ধারন করা হয়। এতে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ ৫-৪ গোলে শাপলা ছাত্র সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনার পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেন।
ফাইনাল খেলায় আরওবিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাবেক জাতীয় দলের ফুটবলার ও চন্দ্রঘোনা তরুণ সংঘ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এফআই কামাল, কাপ্তাই উপজেলা এসিল্যান্ড স্বরূপ মুহুরী, কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম, কাপ্তাই থানার ওসি তদন্ত অলি উল্লাহ, বিজিএমই পরিচালক শফিউল করিম খোকন, রাঙ্গামাটি জেলা বিএনপি সহ সভাপতি ডা. রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, সাবেক কৃতি ফুটবলার আসলাম খান,সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আনিসুর রহমান,তরুণ সংঘের উপদেষ্টা হারুনুর রশিদ রতন। খেলায় সর্বিক সহযোগিতায় ছিলেন মো:ইব্রাহিম হাবিব মিল।, এ ফাইনাল খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন মুক্তি সাধন বড়ুয়া, সরকারি আব্দুল কাদের ও জাহাঙ্গীর আলম।
উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কয়েক হাজার দর্শকের সমাগম ঘটে।
What's Your Reaction?