কাপ্তাইয়ে সীতা মন্দিরে মহাবারুণী স্থানে পূর্ণার্থীদের ভীড়

রিপন মারমা, কাপ্তাই(রাঙ্গামাটি) প্রতিনিধি
Mar 27, 2025 - 17:55
 0  6
কাপ্তাইয়ে সীতা মন্দিরে মহাবারুণী স্থানে পূর্ণার্থীদের ভীড়

মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে প্রাগৈতিহাসিক তীর্থস্থান রাঙ্গামাটি কাপ্তাই সীতাঘাট শ্রীশ্রী মাতা সীতা মন্দিরে মহা বারুণী স্নান উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে।


পার্বত্য চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা হতে আগত সনাতনি সম্প্রদায়ের ভক্তরা ঐতিহাসিক কর্ণফুলি নদীতে স্নান, সীতা মন্দির, শম্ভুনাথ মন্দির, কালি মন্দিরে পুজা দেওয়া এবং মহাপ্রসাদ গ্রহনের মাধ্যমে মা সীতা দেবীর কাছে তাদের মনের বাসনা ব্যক্ত করেছেন। এই উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও সীতা মেলা অনুষ্ঠিত হচ্ছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি মিলন মেলায় পরিণত হয়েছে সীতা মন্দিরে। ঐতিহাসিক এই মন্দিরে বিভিন্ন নির্দশন ঘুরে ফিরে দেখছেন ভক্তরা। 

এদিকে মহা বারুনী স্নান উপলক্ষে মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে মন্দির প্রাঙ্গনে   বেলা ১২ টায়  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীল বলেন, ঐতিহাসিক এই মা  সীতা দেবী মন্দির সনাতনী সম্প্রদায়ের একটি পবিত্র তীর্থস্থান। এখানে অনেক কাজ বাকি আছে। আশা করছি বর্তমান সরকারের পক্ষ হতে ধর্মীয় বিষয়ক মন্ত্রনালয়ের মাধ্যমে আমরা এই মন্দিরের উন্নয়ন করবো।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাশ এর সভাপতিত্বে কাপ্তাই  সাংবাদিক  ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ,  বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিকু কুমার দে,  রাঙ্গামাটি জেলার আহবায়ক নন্দিতা দাশ, সদস্য সচিব সান্টু চৌধুরী, যুগ্ম আহবায়ক রুপক কান্তি মল্লিক, সদস্য পুলক শীল, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার সহ সভাপতি অজয় সেন ধনা, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাবুল কান্তি দে, হিন্দু কল্যান ট্রাস্টির  রাঙ্গামাটি জেলা প্রতিনিধি আশীষ কুমার চৌধুরী, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, চট্টগ্রাম গোসাইডাঙ্গা তপোবন শ্রী গুরু মন্দিরের সাধারণ সম্পাদক বিজলী রানী রায়, বিলাইছড়ি উচ্চ বিদ্যালয় অবসরপ্রাপ্ত শিক্ষক কাজল কান্তি দে, স্থানীয়  গন্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মী প্রমুখ।

এর আগে আলোচনা সভার উদ্বোধন করেন লগগেইট জয়কালী মন্দির পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা  সভাপতি সমীর প্রসাদ ধর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow