কাপড়ের দোকানের আড়ালে মোবাইল চোরাই কারবার

কাপড়ের দোকানের আড়ালে চোরাইকৃত মোবাইল ফোন কেনাবেচার গোপন কারবার! এমনই এক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি উত্তর ও দক্ষিণ) বিভাগ। দোকানটি থেকে উদ্ধার করা হয়েছে ১৫টি বিভিন্ন ব্র্যান্ডের পুরোনো চোরাই মোবাইল ফোন।
সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পাহাড়তলী থানার নয়াবাজার এলাকার ‘কিংস ম্যান’ নামের একটি কাপড়ের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রমিজ আহম্মেদ। গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. গোলাম রহুল কুদ্দুসের দিকনির্দেশনা ও সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তফা কামালের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—হামিদুর রহমান (৩৭) ও মো. আরিফ মৃধা ওরফে আরিফ (৩৭)। পুলিশ জানায়, তারা ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাইকৃত মোবাইল ফোন সংগ্রহ করে সেগুলো দোকানে সংরক্ষণ করতেন। এরপর স্থানীয় চোরাই মোবাইল ব্যবসায়ীদের কাছে সেগুলো বিক্রি করতেন।
ঘটনার বিষয়ে পাহাড়তলী থানায় ২২ এপ্রিল তারিখে মামলা (নং-১৫) রুজু করা হয়েছে। মামলায় পেনাল কোডের ৪১৩ ধারা প্রয়োগ করা হয়েছে।
What's Your Reaction?






