কামাল কমপ্লেক্সের মহিউদ্দিন কামালের জানাজায় হাজারো মানুষের ঢল 

রাশেদুল ইসলাম,সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি
Apr 20, 2025 - 21:20
 0  4
কামাল কমপ্লেক্সের মহিউদ্দিন কামালের জানাজায় হাজারো মানুষের ঢল 

নোয়াখালীতে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্য একটি অন্যতম   শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল কামাল আল ইসলামিয়া(কামাল কমপ্লেক্স  মাদ্রাসা)। 


গত শুক্রবার (১৮ এপ্রিল) এই মাদ্রাসার  প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মহি উদ্দিন কামাল সন্ধ্যা  ৬টায় ঢাকা আনোয়ার খান মর্ডাণ হাসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন । 

আজ সকালে তার প্রতিষ্ঠিত কামাল কমপ্লেক্স  মাদ্রাসা ময়দানে হাজারো মানুষের  উপস্থিতে তার জানাজা সম্পন্ন হয়। জানাজার নামাজের ইমামতি করেন অত্র মাদ্রাসার মহাপরিচালক মাওলানা ছিদ্দিকুর রহমান।


জানা যায়- মরহুম মহি উদ্দিন কামাল  - ২০১১ সালে তার বাবা মরহুম হাজী আব্দুর গফুরের স্মৃতি হিসেবে এই মাদ্রাসা টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার   পর থেকে এই মাদ্রাসায় সুনামের সাথে পড়াশোনা করে আসছে শিক্ষার্থীরা। 


তাছাড়া তিনি যে তার দ্বীনের কাজে যে দুইটি মানুষকে সহযোদ্ধা হিসেবে পেয়েছেন তার মধ্যে অন্যতম আলহাজ্ব মাওলানা সিদ্দিকুর রহমান,ও  নুরুল ইসলাম বসনিয়া। 

আজ সকালে কামাল কমপ্লেক্সে তার জানাজায় উপস্থিত ছিলেন -  নোয়াখালী জেলা বিএনপির  আহবায়ক আলাউদ্দিন আলো, নোয়াখালী জেলা  বিএনপির  সদস্য সচিব সাবেক মেয়র  আলহাজ্ব হারুনুর রশীদ আজাদ, চট্টগ্রাম কতোয়ালি থানার এডিসি কামরুল হাসান,মরহুম কামাল উদ্দিনের  বড় ছেলে  হুমায়ুন কবির জেবিন ছোট ছেলে জুবায়ের কবির সহ  আরো উপস্থিত ছিলেন নূরুল ইসলাম বসনিয়া, দুলাল মিয়া, বাহার মিয়া সহ প্রমুখ।

জানাজা শেষে সকলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা দোয়া করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow