কালকিনিতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আলমাস বেপারী, কালকিনি প্রতিনিধি, মাদারীপুরঃ
Mar 15, 2025 - 23:14
 0  3
কালকিনিতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনি পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ উল্লেখ করুন) সন্ধ্যায় কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের হলরুমে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. জামান মিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ থেকে দুর্নীতি, গুম, খুন, ধর্ষণ ও নির্যাতন দূর করতে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলামী রাষ্ট্র কায়েম হলে সমাজে সত্য, ন্যায় ও সুশাসনের নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মাদারীপুর-০৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কালকিনি পৌরসভা জামায়াতের আমির অ্যাডভোকেট রফিকুল ইসলাম মৃধা। সঞ্চালনায় ছিলেন কালকিনি পৌরসভার নায়েবে আমির মাওলানা এস. এম. শাহ অলেম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা এনামুল হক, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কালকিনি উপজেলা শাখা; মাওলানা আ. সালাম আকন, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডাসার উপজেলা; মাওলানা জাকির হোসেন, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডাসার উপজেলা এবং বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা হাফেজ মাওলানা হাসান জামান খান।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow