কালকিনিতে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনি উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারীর (৬৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার টিএন্ডটি অফিসের পাশ থেকে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়। তবে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত পরিচয় ওই নারী গত দুই দিন ধরে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশ এলাকায় ঘোরাফেরা করছিলেন। কখনো চুপচাপ বসে থাকতেন, কখনোবা হাঁটাহাঁটি করতেন। রোববার বিকেলে টিএন্ডটি অফিসসংলগ্ন একটি দোকানের সামনে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ খোকন বলেন, “স্থানীয় লোকজন জানিয়েছে, ওই নারী গুরুতর অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতা জনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে।”
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্ত শেষে লাশটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
What's Your Reaction?






