কালীগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান 

লালমনিরহাট জেলা প্রতিনিধি
Aug 31, 2024 - 18:47
 0  8
কালীগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রামে প্রফিড ফাউন্ডেশন কার্যালয়ে ফ্রি কম্পিউটার প্রশিক্ষন সমাপনী  অনুষ্ঠিত হয়েছে।

পিএফ আইটি ট্রেনিং সেন্টারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় প্রফিট ফাউন্ডেশন এর বাস্তবায়নে ৩ মাস ব্যাপী ফ্রি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ কোর্স প্রকল্প সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পিএফ এর নিবার্হী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ এর সভাপতিত্বে কম্পিউটার অফিস এ্যপ্লিকেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানের গুরুত্বারোপ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার জহির ইমাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রাজ্জাকউপজেলা আইসিটি অফিসার  মোঃ মোস্তফা চৌধুরী, দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, দলগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মোঃ নুরুল হক, পিএফ এর চেয়ারম্যান মোছাঃ মোতাহারা বেগম  প্রমুখ।

প্রশিক্ষণ কোর্সের সার্বিক সহযোগিতা প্রদান করেন প্রফিট ফাউন্ডেশন এর আইটি প্রশিক্ষক মোঃ শাহাবুর আলম ও নির্বাহী সদস্য মোঃ দেলোয়ার হোসেন । প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার জহির ইমাম বলেন যে, প্রফিট ফাউন্ডেশন  ফ্রী ৩ মাস ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম খুবই ভালো ও সুন্দর পরিবেশে সমাপ্ত হয়েছে। আগামীতে আরো ব্যাপক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করার উৎসাহ প্রদান ও  সহযোগীতার আশ্বাস দেন। প্রশিক্ষণ কোর্স প্রকল্প সমাপনী অনুষ্ঠানে ২ জন প্রশিক্ষণার্থী সংক্ষিপ্ত বক্তব্যে প্রদান করেন। প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠানে ১০০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow