কালীগঞ্জে জাতীয় পার্টির  নেতার মতবিনিময় ও ইফতার মাহফিল  

গাজীপুর জেলা প্রতিনিধি
Mar 29, 2024 - 23:22
 0  11
কালীগঞ্জে জাতীয় পার্টির  নেতার মতবিনিময় ও ইফতার মাহফিল  

গাজীপুরের কালীগঞ্জে জেলা জাতীয় পার্টি নেতা ও আসন্ন উপজেলার নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থী আবু জাফর রিপনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে এক  বিশেষ দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে।

আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার জাপা নেতা কর্মীদের উদ্যোগে শুক্রবার বিকেলে জাপা নেতা আবু জাফর রিপন তার নিজ বাড়ি সংলগ্ন ছোট দেওলিয়া মসজিদ মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের জনগণের  মতবিনিময় সভা করেছেন। পরে বিশেষ দোয়া শেষে আগত অতিথিদের ও এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
জেলা জাপা নেতা আবু জাফর রিপনের সভাপতিত্বে ও গাজীপুর জেলা যুবসংহতির সাবেক সভাপতি মোঃ আব্দুল কাইউম ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন- জাপা নেত্রী রাহেলা পারভীন শিশির। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মোঃ মিনহাজ আবেদীন বিশাল। 
সভায় আরো বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা জাপার সদস্য সচিব আব্বাস আলী মাষ্টার, জাপা নেতা ও সাবেক মেম্বার আবুল কাশেম মোড়ল, বক্তারপুর ইউপি সদস্য কাজী রিপন, কাউসার সরকার, উপজেলা যুবসংহতির সভাপতি আখতারুল ইসলাম লিখন, নাগরি ইউপি জাপার সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল মৃধা, উপজেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও মনকির হোসেন প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow