কালীগঞ্জে ভাইসচেয়ারম্যান প্রার্থীকে প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ

আলিফ আরিফা,গাজীপুর প্রতিনিধি
May 4, 2024 - 21:39
 0  3
কালীগঞ্জে ভাইসচেয়ারম্যান প্রার্থীকে প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ

আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এম এ সাদ্দাম হোসেন কে শনিবার সকালে স্থানীয় বড়গাঁও বাজার গরুর হাটে নির্বাচনী প্রচারণা চালানোর সময় কতিপয় উশৃঙ্খল ব্যক্তি প্রচারণায় বাধা দিয়ে মারপিট করে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা যায়- শনিবার সকাল ৮ টার দিকে এম এ সাদ্দাম হোসেন বড়গাঁও গরুর হাট এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করলে আঃ হেকিম ফরাজী (৬২), বাদল পালোয়ান (৫৮), সাইদুর (৩৫), মোমেন (৪২), সাইদুল্লাহ শেখ (৬৫), সোহেল (৪০), মোঃ মামুন (৩৫) ও শরিফুল ইসলাম (৬০)সহ ১৫/২০ জন বিবাদী দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে তার নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করে। ওই সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে ৮নং বিবাদী আঃ আলী মাস্টারের ছেলে শরিফুল ইসলামের নির্দেশে ১নং বিবাদী আব্দুল হেকিম ফরাজী চেয়ার নিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা করে। হামলায় প্রার্থীর শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম সৃষ্টি হয়। ঘটনার এক পর্যায়ে হামলাকারীরা প্রার্থীর ড্রাইভারকে বাজারের কাচারি ঘরে নিয়ে তালা দিয়ে আটকে রাখে। এতে বাজার অঙ্গণে ব্যপক হট্টগোল সৃষ্টি হয় এবং বিভিন্ন লোকজন ঘটনাস্থলে আসতে থাকলে হামলাকারীরা প্রার্থী ও তার কর্মী-সমর্থকদেরকে প্রকাশ্যে ওই এলাকায় নির্বাচনী প্রচার না করার আহবান জানিয়ে প্রাণনাশসহ বড় ধরনের ক্ষতি করার হুমকী দিয়ে চলে যায়। 
পরবর্তী সময় প্রার্থী সাদ্দাম হোসেন কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করলে আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন  ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
কালীগঞ্জ থানার ওসি মাহতাব উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান- লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষ দোষীদেরকে আইনের আওতায় আনা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow