কিশোরগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের মুখে মুখে ভূবন মহন্তর চশমা মার্কা

নীলফামারী জেলা প্রতিনিধি
May 6, 2024 - 19:40
 0  124
কিশোরগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের মুখে মুখে ভূবন মহন্তর চশমা মার্কা

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নীলফামারীর কিশোরগঞ্জে  ভাইস চেয়ারম্যান প্রার্থী সাত জন হলেও উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া মহলায় এমনকি হাট বাজারের চায়ের দোকানসহ সবখানে একই কথা জিতবে এবার চশমা মার্কা। 

এমনকি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন চশমা মার্কা। আলোচনার শীর্ষে থাকা ভূবন মহন্ত  উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকার জনসাধারণ। 

সরেজমিনে ঘুরে জানা যায়, ভূবন মহন্ত নাম টি  উপজেলার প্রতিটি ভোটারের মুখে মুখে আলোচনায় শীর্ষ রয়েছেন। তিনি বিগত দিনে ভাইস চেয়ারম্যান না হয়েও উপজেলার প্রতিটি ওয়ার্ডের, সাধারণ অসহায়, খেটে খাওয়া হত-দরিদ্র মানুষের সুখে-দুঃখে নিজস্ব অর্থায়নে পাশে দাঁড়ানোর পাশাপাশি উপজেলার যেকোনো মানুষের সর্বক্ষেত্রে সহযোগিতা করে গেছেন।

 ভাইস চেয়ারম্যান প্রার্থী  ভূবন মহন্ত বলেন,নির্বাচনে জয়লাভ করলে কিশোরগঞ্জ উপজেলা বাসীর উন্নয়নে কাজ করবো।অতীত ও  বর্তমানে যেভাবে সকলের বিপদে ঝাঁপিয়ে পড়ে সহযোগিতার হাত বাড়িয়েছিলাম। ঠিক তেমনি ভাবে মানুষের পাশে থাকবো।

সাধারণ মানুষ আমার প্রতি যে আস্থা রেখেছে তা পালন করতে আমি অঙ্গিকার বদ্ধ। এছাড়াও আমার মূল লক্ষ্যই হচ্ছে জনগণের ঘরে ঘরে নাগরিক সেবা পৌঁছে দেওয়া।স্মার্ট বাংলাদেশে স্মার্ট হবে কিশোরগঞ্জ উপজেলা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow