কিশোরগঞ্জে থাই ভিসা প্রতারক কর্তৃক সাংবাদিককে হুমকি
নীলফামারীর কিশোরগঞ্জে সাংবাদিক সঞ্জিত মহন্ত (৩৫)কে প্রাণনাশের হুমকি দিয়েছে থাই ও ভিসা প্রতারক চক্রের সদস্য সেলিম ইসলাম। এ ঘটনায় তিনি সোমবার কিশোরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। সঞ্জিত মহন্ত উপজেলার চাঁদখানা ইউনিয়নের গোয়ালপাড়া কেল্লাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি প্রিয় বার্তা ২৪ এ দীর্ঘ দিন ধরে কাজ করে আসছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোর্স এর তথ্যের ভিত্তিতে তাহাদের এলাকায় থাই, ভিসা প্রতারনা ও ক্যাসিলো সহ বিভিন্ন জুয়া এবং প্রতারনার সাথে জড়িত। যাহার ফলে এলাকায় পরিবেশ নষ্ট করা সহ এলাকার যুবক ছেলেরা বিভিন্ন ভাবে উক্ত জুয়া এবং প্রতারনার সাথে জড়িয়ে পড়ছে। ফলে এলাকায় বিভিন্ন রকম অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পরবর্তীতে একই তারিখ সন্ধ্যা অনুমান ০৭.১৫ ঘটিকার সময় আমি ভিসা প্রতারক চক্রের সদস্য সেলিম কে তথ্যের জন্য ফোন দিলে আমাকে মোবাইল ফোনেই বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি তাকে গালিগালাজ করিতে নিষেধ করিলে সে আমার প্রতি আরো বেশি ক্ষিপ্ত হইয়া উঠে এবং রাস্তা ঘাটে একাকী পাইলে মারপিট করিবে, মারপিট করিয়া হাত, পা ভাঙ্গীয়া দিবে, মিথ্যা নারী ও শিশু নির্যাতন মামলায় ফাসাইয়া জেল হাজত খাটাইবে সহ প্রাণে মারিয়া ফেলিয়া লাশ গুম করিয়া দিবে মর্মে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকী প্রদান করে।
এবিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?