কিশোরী ধর্ষণের অভিযোগ, সৎ বাবা গ্রেফতার

সাভারের আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকায় সৎ বাবার বিরুদ্ধে ১৪ বছর বয়সী এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের মর্মান্তিক অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সৎ বাবা শাবলু মাতাব্বরকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত শাবলু মাতাব্বর ফরিদপুর জেলার দরগা বাজার, নাছিরাবাদ এলাকার মৃত রফিক মাতাব্বরের ছেলে। তিনি কাজের সূত্রে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার কিশোরীর মা একজন গার্মেন্টস কর্মী। প্রায় পাঁচ বছর আগে শাবলু মাতাব্বরের সঙ্গে তার মায়ের দ্বিতীয় বিয়ে হয়। শাবলু মাতাব্বর কোনো কাজকর্ম না করায় বাড়িতে সন্তানদের দেখাশোনার দায়িত্বে থাকতেন। এই সুযোগে তিনি স্ত্রীর অনুপস্থিতিতে সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন। পরে কিশোরী তার মাকে বিষয়টি জানালে মা বুধবার (১২ মার্চ) রাতে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ শাবলু মাতাব্বরকে গ্রেফতার করে।
এদিকে, আশুলিয়ার নবীনগর এলাকায় সৎ বাবার বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক কিশোরীকে ধর্ষণের আরও একটি অভিযোগে মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, "কিশোরী ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তারা শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শিশু ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা ও আইনপ্রয়োগকারী সংস্থার কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা আবারও উল্লেখযোগ্য হয়ে উঠেছে।
What's Your Reaction?






