কুকুরে কামড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ,আহত -১০
ফরিদপুরের নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী নগরকান্দা গ্রামে কুকুরে কামড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও দোকানপাটে হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি পরবর্তীতে রাজনৈতিক ঘটনায় রুপ নেয়।
বৃহস্পতিবার বিকালে চেয়ারম্যান কালাম কাজীর সমর্থক হাসান মেম্বার ও প্রতিপক্ষ মুরাদের সমর্থক কামাল হোসেনের লোকজনদের মধ্যে দেশী অস্ত্র ডাল, সরকি, রামদা,ইট পাটকেল নিয়ে ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলে। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
আহতদের ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসান মেম্বার সমর্থিত ফজলু মাতুব্বর, সরমান মৃধা,নিজাম মাতুব্বর ও রইচ শেখ গুরুতর আহত হয়েছে।
অপরদিকে কামাল হোসেন সমর্থিত ওহাব মোল্লা,চুন্নু মোল্লা,সিদ্দিক শেখ আহত হয়েছে।
ঘটনার বিষয়ে এলাকাবাসী জানান, গতবুধবার বিকালে ডাঙ্গী নগরকান্দা গ্রামের মইনুদ্দিন মোল্লার ছেলে রনিকে বিল্লাল মাতুব্বরের পালিত কুকুর কামুড় দেয়।
কুকুর মেরে ফেলার কথা বলায় পরেরদিন বিকালে কামাল হোসেনের সমর্থকেরা রইচ শেখকে হাতুড়িপিটা করে।
মারধরের খবর পেয়ে হাসান মেম্বারের সমর্থকেরা ডাঙ্গী বাজারের ৩ টি দোকান ভাঙচুর করে ও নুরুল ইসলামেট বাড়ির ঘরের জানালার থাই গ্লাস ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।
ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, নৌকার বিরোধী পক্ষের লোক মুরাদ মাতুব্বর ও তার লোকজন কামালের নেতৃত্বে হাসান মেম্বারের লোকজনের উপর হামলা চালিয়ে তাদের দাঁত ভেঙে দিয়েছে এবং কুপিয়ে আহত করেছে।
এ ঘটনায় উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে।
What's Your Reaction?