কুবি শিক্ষক কাজী আনিছের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ, পরীক্ষা স্থগিত

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Mar 12, 2025 - 16:34
 0  14
কুবি শিক্ষক কাজী আনিছের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ, পরীক্ষা স্থগিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী এম. আনিছুল ইসলামের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ৩য় বর্ষ ২য় সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) বিভাগের চেয়ারম্যান মাহমুদুল হাসান রাহাত বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি উড়ো মেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ আসে। অভিযোগে বলা হয়, বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষক কাজী এম. আনিছুল ইসলামের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং তিনি তাকে একাধিকবার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে সহযোগিতা করেছেন।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান মাহমুদুল হাসান রাহাত বলেন, "বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করে আগামীকালের পরীক্ষা স্থগিত করেছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নরুল করিম চৌধুরী জানান, "আমার কাছে একটি উড়ো চিঠি এসেছে। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, তা বাস্তবায়ন করব।"

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য শিক্ষক কাজী এম. আনিছুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow