কুবিতে ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শাখা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভর সঞ্চালনায় এবং আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুবি ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি নুরুল আমিন চৌধুরী নোমান।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চৌধুরী নোমান বলেন, "এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের ফলে ছাত্রদল স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি। মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছিল, সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হয়েছিল। তবে এখন আমরা আবার সংগঠিত হতে পারছি এবং স্বাধীনভাবে কার্যক্রম চালাতে পারছি।"
আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, "কুবি ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রেখেছে। দীর্ঘ সতেরো বছর দমন-পীড়নের শিকার হয়েছি, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছিল। কিন্তু এখন সময় বদলেছে, আমরা আবার সংগঠিত হচ্ছি। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনা করব, যেখানে ছাত্রদলের আদর্শ ও সংগ্রামী চেতনা আরও সুদৃঢ় হবে।"
উল্লেখ্য, ইফতার মাহফিলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশ নেন। তাদের মতে, দীর্ঘদিন পর এমন আয়োজন নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে।
What's Your Reaction?






